চকরিয়ারাজনীতি

নৌকার বিজয় নিশ্চিতে নেতাকর্মীদের সাথে সালাহ উদ্দিন সিআইপির মতবিনিময়

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহ উদ্দিন আহমদ সিআইপির সমর্থনে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী ও পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর সকাল ১১টার চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে জেলা আওয়ামী লীগ নেতা খালেদ মিথুনের বাসায় এবং তার সভাপতিত্বে পৌর আওয়ামী লীগ নেতা এডভোকেট ফয়জুল কবিরের সঞ্চালনায় আওয়ামী লীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উজ্জীবিত করা ও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এই মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহ উদ্দিন আহমদ সিআইপি।
মতবিনিময় সভায় সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। তিনি সফলও হয়েছেন। কারণ তিনি হচ্ছেন উন্নয়নের জাদুকর ও মানবতার মা। তাঁর হাত ধরেই এদেশ স্বল্পন্নোত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। আগামী দিনের সকল চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে মজবুদ ও শক্তিশালী করতে হবে। সজাগ থাকতে হবে কোনো কুচক্রি মহল আর যেন দলের কোন ক্ষতি করতে না পারে।

তিনি আরও বলেন, বর্তমান সাংসদের কারণে চকরিয়া-পেকুয়াবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ দুই উপজেলার মানুষ পাঁচটি বছর কষ্ঠ পেয়েছে। তার নেতৃত্বে বাহিনী তৈরী করা হয়েছে। এই বাহিনী দিয়ে সাধারণ মানুষের জায়গা জমি দখল, চিংড়িঘের দখল ও চাঁদাবাজি করেছে। নানা অপরাধের কারণে তার কাছ থেকে মানুষ মুখ পিরিয়ে নিয়েছেন। এজন্য মানুষ পরিবর্তনের দাবী করেছিলো। মাননীয় প্রধানমন্ত্রী সেইসব অসহায় মানুষের কথা শোনেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয় করতে ঝাঁপিয়ে পড়তে হবে। দলাদলি ভুলে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিজয় করতে হবে। বর্তমান সরকারের সবধরণের উন্নয়ন কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ফলো করে প্রচার করতে হবে। পরে আগামী নির্বাচনে নৌকাকে বিজয় করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটিও গঠনের পাশাপাশি শক্তিশালী প্রচারসেল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পরে তিনি নিজ এলাকা বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় জুমার নামাজ আদায় করেন। সেখানে স্থানীয় মুসল্লিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, জামাল উদ্দিন জয়নাল, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, আতিক উদ্দিন চৌধুরী, যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম, কৃষকলীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা পূজা কমিটির সভাপতি তপন কান্তি দাশ, স্বেচ্চাসেবকলীগ সভাপতি শওকত হোসেন, কাকারার চেয়ারম্যান সাহাবউদ্দিন, কাউন্সিলর মুজিবুল হক, কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর নুরুচ্ছফি, এডভোকেট রবিউল, ইকবাল দরবেশী, যুবলীগ নেতা হাসানগীর, ছাত্রলীগ নেতা আকিত, নুরুল আমিন টিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *