উখিয়া

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

উখিয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, ‘মাতৃত্ব, পরিকল্পিত পরিবার – স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’-এ প্রতিপাদ্যে ৯ থেকে ১৪ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজীব পাল।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. সাজেদুল ইমরান,ডাক্তার রোমেনা জাহান,ডাক্তার এস এম গোলাম কিবরিয়াসহ কমিউনিটি ক্লিনিকের মিডওয়াইফ, স্বাস্থ্য পরিদর্শক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *