জাতীয়

পাহাড়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ আসনের নৌকার প্রাথী পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মাঠ পর্যায়ে ভোট চাইতে ২ পথ সভায় যোগ দেবেন আগামী ২৪ ডিসেম্বর।
দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে তিনি ১৩০ কিলোমিটার দূরের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের এ পখসভায় বক্তব্য রাখবেন সকাল ১১ টায়। দুপুর ২ টায় উপজেলা সদরে আবেক পথরসভায় যোগ দেবেন। বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও দোছড়ি ইউনিয়ন নিবার্চন ( নৌকা প্রতীকের) পরিচালনা কমিটির সমন্বয়ক চেয়ারম্যান মোহাম্মদ ইমরান।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সবচেয়ে দুর্গম ও মিয়ানমার ঘেষা ইউনিয়ন দোছড়িতে ২৪ ডিসেম্বর পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আগমন করবেন। তিনি নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখবেন।

এ উপলক্ষে দৌছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ এক প্রস্তুতি সভার আয়োজন করে ৩ ডিসেস্বর দুপুরে দোছড়ি ইউনিয়ন নির্বাচনী কার্যালয়ে।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান মেম্বার। এতে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও দোছড়ি ইউনিয়ন নিবার্চন ( নৌকা প্রতীকের) পরিচালনা কমিটির সমন্বয়ক- এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান।
প্রস্তুতি সভায় পাহাড়ি-বাঙ্গালী,দল-মত নির্বিশেষে সকলকে ২৪ ডিসেম্বরের পথ সভা সফল করতে আলোচনা করা হয়। বিশেষ করে সকাল ১১ টার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য পথসভায় নি:সংকোচে অংশ নিতে আহবান জানানো হয় সর্বমহলকে। আর এ সভাকে সফল করতে দলীয় নেতা-নেতা কর্মিদের নির্দেশ ক্রমে অনুরোধও জানানো হয়। সভায় বক্তব্য রাখেন দলের গুরুত্বপূর্ণ নেতারা।
উল্লেখ্য এবারের সংসদ নির্বাচনে এই প্রথম বান্দরবান ৩০০ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নাইক্ষ্যংছড়ির কোন পথ সভা বক্তব্য রাখতে কর্মসূচি দিয়েছেন।
ফলে নাইক্ষ্যংছড়িতে দলের নেতা-কর্মীতের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *