পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে নেমেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা আরোপের পরই বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।
অনিয়ন্ত্রিতভাবে বাড়ানো হচ্ছে এই কৃষিপণ্যের দাম। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে অভিযান চালানো হবে।
এর আগে গত বৃহস্পতিবার পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত, যা গত শুক্রবার থেকে কার্যকর হয়।
ভারত সরকারের এ ঘোষণার পর বাংলাদেশের বাজারে রাতারাতি পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়তে শুরু করে।
দাম নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার থেকে ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা শুরু করে। কক্সবাজারেও এই অভিযান অব্যাহত রয়েছে।