পেকুয়ায় সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত
পেকুয়ায় সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে উপজেলা সিপিপি কর্মকর্তা মাহাতাবুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের। সমাবেশে উপজেলা টিম লিডার আনোয়ারুল আজিম বাবুল চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, দূর্যোগের বিপদ সংকেত প্রচার এবং ঘূর্ণিঝড় পূর্ব ও পরবর্তী উদ্ধার অভিযানে সকল ইউনিট লিডারদের যথাযথভাবে কাজ করার আহবান জানান।