পেকুয়া ও উখিয়ায় অবৈধ স’মিলে উচ্ছেদ অভিযান; বিপুল পরিমাণ কাঠ জব্দ
পেকুয়ায় অবৈধ করাত কলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও করাত কলের মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।
শুক্রবার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে ১০টি অবৈধ করাত কলে অভিযান চালানো হয়। এসময় করাত কলের মেশিন বিকল করে দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষের নেতৃত্বে অভিযানে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক অংশ নেন।
রেঞ্জ কর্মকর্তা জানান, করাতকলগুলোর লাইসেন্স না থাকায় এগুলোর কাঠ ও মালামাল জব্দ করে মেশিন বিকল করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, উখিয়ার রত্নাপালং-এ অবৈধ স’মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বনজ কাঠ জব্দ করছে বনবিভাগ।
উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলম জানান, দীর্ঘদিন ধরে বনের কাঠ চেরাই কার্যক্রম পরিচালনা করে আসছিল একটি চক্র। তাদের স্থাপন করা অবৈধ স’মিল উচ্ছেদ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।