প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রম আয়োজন
৩২তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে লেডিস ক্লাব কক্সবাজার।
রবিবার দুপুরে অরুণোদয় স্কুলের এসব শিশুদেরকে প্রথমে ছাদখোলো ট্যুরিস্ট বাসে চড়িয়ে মেরিন ড্রাইভ ভ্রমণ করানো হয়।
পরে ইনানীর পেঁচারদ্বীপের একটি রিসোর্টে শিশুদের ফুল দিয়ে বরণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি নার্গিস সুলতানা কান্তা।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ামিন হোসেন, তাপ্তি চাকমা, ক্লাবের কর্মকর্তাসহ সংশ্লিস্টরা এ সময় উপস্থিত ছিলেন।ব্যতিক্রমধর্মী এ আয়োজটি আনন্দ আর উৎসবমুখর পরিবেশে উদযাপন করে বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশু শিক্ষার্থীরা।