প্রেসক্লাবকে হারিয়ে জেলা পুলিশের সিরিজ জয়
কক্সবাজার জেলা পুলিশ ও কক্সবাজার প্রেসক্লাবের মধ্যে তিন দিনের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ২য় ম্যাচেও জয় পেলো পুলিশ। এতে করে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় করলো কক্সবাজার জেলা পুলিশ।
প্রথম ম্যাচে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম একাই ৫ উইকেট নিয়ে সাংবাদিকদের কাবু করে দেন। ২য় ম্যাচে প্রেসক্লাব কিছুটা দাপুটে খেললেও হেরে যায়।
পুলিশ ও সাংবাদিকদের মধ্যে প্রীতি টুর্নামেন্টর ২য় দিনে শুক্রবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে টসে জিতে জেলা পুলিশ দল প্রথমে ব্যাটিংয়ে নামে।
১৩ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে জেলা পুলিশ। এর মধ্যে সবোর্চ্চ ৬৬ রান করে শাহাদাত।
প্রেসক্লাবের পক্ষে ৩ টি উইকেট নেন মোঃ ফরাজ, ২ টি উইকেট ও ২ টি ক্যাচ নেন সাইদুল ফরহাদ।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে কক্সবাজার প্রেস ক্লাব। ১৩ ওভারে সব উইকেট হারিয়ে প্রেসক্লাব ১০৭ রান সংগ্রহ করে। সবোর্চ্চ ২৩ রান নেন ফাহিম, সুজা উদ্দিন রুবেল ২০ রান ও মীর অনির ১৬ রান নেন।
খেলা শেষে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন পুলিশ দলের খেলোয়াড় শাহাদাত।
ম্যান অফ দা ম্যাচ এর পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, পুলিশ সুপার রফিকুল ইসলাম , কক্সবাজার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু সহ অনেকেই।
সিরিজের শেষ ম্যাচে জমকালো আয়োজনের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম।