কক্সবাজার

বড়শিতে ধরা পড়া ২৮ কেজির কোরাল; এ মাছের কৃত্রিম প্রজনন কক্সবাজারে

টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৮ কেজি ওজনের দুটি কোরাল মাছ। যা স্থানীয় বাজারে প্রতি কেজি এক হাজার ৫০ টাকা দরে ২৯ হাজার চারশো টাকায় বিক্রি করা হয়।
বুধবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং নাফনদে বড়শি ফেলে মাছ দুটি ধরে স্থানীয় জেলে মো. ইসমাইল ও জামাল।
মাছ ব্যবসায়ী আলী আহমদ বলেন, হ্নীলা বাজারে স্থানীয় দুই জেলে কোরাল মাছ দুটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসলে দর-কষাকষি শেষে মাছ দুটি কিনে নেন তিনি।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে এরা সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে।
এদিকে, এখন হ্যাচারিতেই কৃত্রিম প্রজনন ঘটিয়ে মৎস্য–গবেষকেরা কোরাল মাছের পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে এই পোনা বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হবে বলে জানান তারা। যা রপ্তানির মাধ্যমে আয় করা যাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।
গবেষক মোদাব্বির আহমেদ খন্দকারের নেতৃত্বে সাত সদস্যের একটি দল দেশে প্রথম সামুদ্রিক কোরালের কৃত্রিম প্রজনন ঘটিয়ে এই পোনা উৎপাদনে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *