কক্সবাজার

ভুমিকম্পের উদ্ধার অভিযান পরিচালনা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে ভূমিকম্পের উদ্ধার অভিযান পরিচালনা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বেলা ১১টায় কলাতলীস্থ একটি অভিজাত হোটেলে ইউএনডিপি’র উদ্যোগে অংশীজনের সমন্বয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার (অব.)। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি’র ন্যাশনাল কনসালটেন্ট আতিকুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় কউক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে মধ্যে ভূমিকম্প অন্যতম। অবস্থানগত কারণে কক্সবাজারে ভুমিকম্পের ঝুঁকি রয়েছে। এমতাবস্থায় তুরস্ক ও মরক্কোর ভুমিকম্পের ক্ষয়ক্ষতি হতে শিক্ষা নিয়ে যথাযথভাবে বিভিন্ন সংস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ, জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হবে। ইমারত নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ আইন মেনে চলতে হবে।”
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ৪৫ লাখ আনসার রয়েছে। তাদের যদি স্বেচ্ছাসেবক হিসেবে ব্যবহার করা যায় তবে ভূমিকম্পের উদ্ধার অভিযান সহজ হবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা চিকিৎসকদের যুক্ত করা হলে বিরাট ক্ষতির আশংকা আর থাকবে না। ভূমিকম্পে ভবিষ্যতে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা (কউক) বিদেশি বিশ্ববিদ্যালয় ও বিশেষজ্ঞদের সাথে নিয়ে গবেষণা করে যাচ্ছি।’

কউক সচিব মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে কউকের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল তাহসিন বিন আলম, সরকারী বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি জনাব আবু তাহের ও কক্সবাজারের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *