জাতীয়

ভূমি ব্যবহারে প্রত্যেক উপজেলায় মাস্টারপ্ল্যান করার প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের প্রত্যেক উপজেলায় মাস্টারপ্ল্যান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে নির্দেশনা এসেছে, ভূমি ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেক উপজেলায় যেন মাস্টারপ্ল্যান থাকে। তিনি আরো জানান, স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে এবং এলক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সভায় ব্যক্তিগত উপাত্ত সুরক্ষায় একটি বোর্ড গঠনের বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *