মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও মর্নিং বীচের সহযোগিতায় উক্ত টুর্নামেন্টে জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশ নিচ্ছে।
টুর্নামেন্ট উপলক্ষ্যে ২৯ নভেম্বর সকালে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে এক উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলার ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির।
এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি। এ সময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।