মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে টেকনাফে প্রস্তুতিমূলক সভা
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি।
সভায় গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে, মহান বিজয় দিবসে রাত ১২টা ১ মিনিটে তোপধ্বনি, সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল ও বিকেলে আলোচনা সভার আয়োজন।
এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।