মহেশখালীতে অ্যাটলেটিক্স গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা ও পুরুস্কর বিতরণী সভা সম্পন্ন
মহেশখালীতে অ্যাটলেটিক্স ও গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা ও পুরুস্কর বিতরণী সভা অনুষ্টান সম্পন্ন হয়েছে। ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মহেশখালী হোয়ানক আদর্শ বিদ্যাপীঠ স্কুল মাঠে অ্যাথলেটিক্স ও গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
৫ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত খেলাধুলার পরে বিকালে পুরুস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মির কাসেম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার তব রঞ্জন দাস, হোয়ানক আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর আলম, টাইম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত কবির,হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আরা বেগম উক্ত অনুষ্টানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।
এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলার ব্যাপক উন্নয়ন করেছে। দেশের মানুষ এখন উন্নয়নের সূফল পাচ্ছে খেলাধুলাও সমান তালে এগিয়ে যাচ্ছে তাই বাংলাদেশের নাম এখন বিশ^ ইতিহাসে জলজল করছে। এমন গ্রামীন আয়োজন আরো বেশি করে করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বক্তারা।