মহেশখালী

মহেশখালীতে যুব উন্নয়নে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ “এই প্রতিপাদ্যের আলোকে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন মহেশখালী উপজেলায় সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মহেশখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় মহেশখালী উপজেলা সহকারী কমিশন ভূমি তাজবীর হোসেন এর সভাপতিত্বে ও মহেশখালী কলেজের প্রভাষক আশীষ কুমার দে’র সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছৈয়দুর হক।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোক্কদেস আলী ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা’সহ যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিষ্ট্রেশন ও নিবন্ধনরত যুব সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, সাংবাদিকবৃন্দ’সহ সুধীজন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষিত যুব সমাজই একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে যুব সমাজকে কাজে লাগানোর জন্য সারা বাংলাদেশে যুবকদের নিয়ে ঘন ঘন প্রশিক্ষণের মাধ্যমে কর্মশালার আয়োজন করছেন। এই কর্মশালা মাধ্যমে আজকের যুব সমাজ প্রশিক্ষিত হয়ে দেশ ও দশের কাজে লাগবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে হলে যুবকদেরও স্মার্ট হতে হবে, তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *