মহেশখালী

মহেশখালী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ।

উপজেলা চেয়ারম্যান মোঃ শরীফ বাদশা ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করায় পদটি শূণ্য হয়ে পড়ে। এদিকে মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শরীফ বাদশা স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-০১ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।কক্সবাজার জেলা প্রশাসক ও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরিত এ প্রজ্ঞাপনের অনুলিপি মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

এর আগে মোঃ শরীফ বাদশা কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। জেলা প্রশাসক পদত্যাগ পত্রটি গ্রহন করেন।তবে পরবর্তী করনীয় সংক্রান্ত বিষয়ে নির্দেশনা চেয়ে স্থানীয় সরকার সচিব বরাবরে পত্র পাঠিয়ে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *