মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপে ট্রলারডুবি; নিখোঁজ এক, উদ্ধার ৪
কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে চারজনকে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আবদুর রহমানের (৩৪) বাড়ি শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়ায়। তার বাবার নাম হাফেজ উল্লাহ।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে পাঁচজন সাগরে মাছ শিকারে যায়। ফেরার সময় শাহপরীর দ্বীপ উপকূলে ঢেউয়ের আঘাতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়েন। কিন্তু আবদুর রহমান উঠতে পারেননি। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হোসাইন জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের সন্ধান চলছে। ট্রলারে থাকা অন্য জেলেরা নিরাপদে বাড়ি ফিরেছেন।
টেকনাফ থানার ওসি মো. ওসমান গণি জানান, বৈরি আবহাওয়ার কারণে বেশ কিছুদিন ধরে সাগর উত্তাল রয়েছে। সতর্ক সংকেত উপেক্ষা করে জেলেদের মাছ শিকারে যাওয়া মোটেও উচিত হয়নি।