মাতারবাড়ি থেকে অ স্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে ৩৫ বছর বয়সি শীর্ষ সন্ত্রাসী মঈন উদ্দীন প্রকাশ বদাইয়া অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার রাত সাড়ে ৩ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুটি দেশিয় বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি জানিয়েছেন- গ্রেফতার হওয়া সন্ত্রাসী মঈন উদ্দীন মাতারবাড়ির মাইজপাড়া এলাকার মোস্তাক আহমদের সন্তান। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার দেখানো মতে তার খামারবাড়ির ভেতরে খাটের নিচে সিমেন্টর ব্যাগে মোড়ানো অবস্থায় ২টি দেশীয় তৈরী এলজি, ৩টি কার্তুজ ও ১টি লোহার তৈরী কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই ইমরান হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন, মামলাটি তদন্ত করছেন মহেশখালী থানার এসআই মোহাম্মদ হারুন। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাকে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে ওসি জানিয়েছেন।