রামুতে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক দায়িত্ব’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত
রামুতে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক দায়িত্ব’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।
এতে উপজেলা ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, নির্বাচন অফিসার এস. এম. মহীউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।