রামু

রামুতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

আঠারোর আগে বিয়ে নয়, বিয়ের আগে সন্তান নয়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরামর্শ প্রদানের মাধ্যমে অনাকাঙ্খিত গর্ভধারণ ও মাতৃমৃত্যু রোধ করতে হবে। এসব দিক বিবেচনায় ২৫ থেকে ৩০ নভেম্বর দেশের সরকারি-বেসরকারি সকল সেবা কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে। এবার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে “নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার- স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার”।

রামুতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ যথাযথভাবে পালনের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা করেছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। সোমবার, ২০ নভেম্বর বেলা ২ টায় রামু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম ইমতিয়াজ চৌধুরী। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।

সভায় জানানো হয়- পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে পরিবার পরিকল্পনার অস্থায়ী, দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতির বিশেষ ক্যাম্পের আয়োজনসহ অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এতে প্রাতিষ্ঠানিক ডেলিভারী, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবার উপর গুরুত্ব দেয়া হবে। নিশ্চিত করা হবে সেবার মান।

সভায় আরও বক্তব্য রাখেন- সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক পবন বড়–য়া, জেপাইকোর ক্লিনিকাল কো-অর্ডিনেটর ডা. রামিমা আফরিন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, জেপাইকো প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম, এসিসট্যান্ট ফিন্যান্স অফিসার কামরুন নাহার মেঘলা, উপ সহকারি মেডিকেল অফিসার মোহাম্মদ আলম, বেসরকারি সংস্থা পিএইচডি এর মাঠ সহকারি মো. রকিবুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *