রামুতে বেগম রোকেয়া দিবসে সম্মননা পেলেন তিন জয়িতা
রামুতে আর্ন্তজাতিক নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ৩ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি পালনে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যাটলী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার, ৯ ডিসেম্বর সকালে রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। এবার দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’।
অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে ৩ জন নারীকে জয়িতা সম্মননা প্রদান করা হয়। সম্মননাপ্রাপ্তরা হলেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী রওনক আরা খানম এবং সফল জননী নারী তছলিমা বেগম। তাঁদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ ।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী উদ্যোক্তা রওনক আরা খানম জানান তাঁর বক্তব্যে বলেন- ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রান্না বিষয়ক অনুষ্ঠানে ছবি পোষ্ট করে লাইক-কমেন্টের ভিত্তিতে সেরা রাধুনী নির্বাচিতন হন। পরবর্তীতে করোনাকালে ঘরবন্দী থাকাকালে নিজেই ‘রওনকস কুক আর্ট’ নামে অনলাইন পেজ খুলে চট্টগ্রাম তথা কক্সবাজারের ঐতিহ্যবাহী খাবার বিক্রি শুরু করেন। প্রথমে স্বামীর আনা একটি তাল দিয়ে পিঠা তৈরী করে সেটি ওই পেজে দেন। এ পোস্ট দেখেই প্রথম অর্ডার পান ৭০০ টাকার পিঠার। এটি অনলাইনে তাঁর প্রথম আয়। মজার ব্যাপার, এতে তাঁর নিজস্ব কোন বিনিয়োগ ছিলো না। অর্থাৎ পূঁজি ছাড়াই ব্যবসা শুরু করেন তিনি। এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে রওনক আরা খানমের প্রতিমাসে খাবার বিক্রি হয় লাখ টাকার উর্দ্ধে। ১০ থেকে ১৫ জন কর্মচারি কাজ করেন তাঁর এ প্রতিষ্ঠানে। পরে ২০২১ সালে তিনি “কক্সবাজারে বর্ষসেরা নারী উদ্যোক্তা” নির্বাচিত হন। নিজের পেশার দক্ষতা বাড়াতে তিনি রান্না বিষয়ে সরকারি এবং বেসরকারি পর্যায়ে একাধিক প্রশিক্ষণও নিয়েছেন।
রওনক আরা খানম আরও জানান- বর্তমানে তাঁর এ সফলতায় উদ্বুদ্ধ হয়ে অনেক নারী তাঁর কাছে হাতে-কলমে রান্না শিখছেন। নারীদের স্বাভলম্বী করতে ভবিষ্যতে রান্না বিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান সফল নারী উদ্যোক্তা রওনক আরা খানম।
রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া আমিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রামু স্টেশন কর্মকর্তা সোমেন বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম।
অনুষ্ঠানে জয়িতা সম্মাননাপ্রাপ্ত খোদেস্তা বেগম রীনা এবং তছলিমা বেগমও অনুভূতি ব্যক্ত করেন। এতে প্রশাসনের কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন ও বিভিন্নস্তরের শতাধিক নারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।