রোহি*ঙ্গাদের জন্য চীনের দেড় মিলিয়ন ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহি*ঙ্গাদের স্বাস্থ্যবিধি উন্নয়নে দেড় মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন। চীনের এই সহায়তাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
চায়না ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সীর মাধ্যমে চীনের এই অনুদানের সুফল পাবে ১২ থেকে ৫০ বছর বয়সী ষাট হাজারেরও বেশি রোহিঙ্গা নারী ও কিশোরী। যা দেয়া হবে ২০২৫ সাল পর্যন্ত।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ সরকারের সহযোগীতায় গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে চীন তার দায়িত্ব পালনের পাশাপাশি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে।
রোহি*ঙ্গা শরণার্থীদের জন্য চলমান মানবিক কর্মকান্ডে বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য চীনসহ অন্যান্য দেশেরও মানবিক সাহায্য প্রদান জরুরি বলে মনে করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।