লাউ চাষে লাভবান হচ্ছে ঈদগড়ের কৃষকরা
কক্সবাজার রামু`র ঈদগড় থেকে লাউ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে। প্রতিদিনই ঈদগড় থেকে সরবরাহ করা হচ্ছে এসব লাউ।
ঈদগড়ের ঠান্ডা ঝিরি, হাসনাকাটা, চর পাড়া, বরইচর, বার্মা পাড়াসহ আরো বিভিন্ন এলাকায় গত কয়েক বছরের তুলনায় এ বছর প্রান্তিক চাষিরা লাউয়ের ব্যাপকহারে চাষ করেছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে লাউ গুলো পাইকারী দরে বিক্রি করছেন বলে জানান বড়বিল চর পাড়ার লাউ চাষিরা।
এ বছর লাউয়ের অধিক ফলন ও স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন হাট-বাজারে সরবরাহ করতে পারাই চাষিরা মহাখুশি।
অপরদিকে পাইকারি ব্যবসায়ীরা ঈদগড় প্রান্তিক চাষীদের থেকে লাউ ক্রয় করে দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি করে খুবই লাভবান হচ্ছে বলে জানা যায়।
বিশেষ করে প্রতি শুক্রবার ও সোমবার বিভিন্ন এলাকা থেকে সবজি কিনতে ঈদগড়ে আসেন পাইকারি ব্যবসায়ীরা।
স্থানীয় চাহিদা মিটিয়ে বাহিরে সরবরাহ করার পরও অনেক সবজি হিমাগার না থাকায় পঁচে যায়। তাই ঈদগড়ে হিমাগার স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় চাষিরা।