কক্সবাজাররাজনীতি

শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষ্যে কক্সবাজার পৌর যুবলীগের দোয়া ও আলোচনা সভা

কক্সবাজার পৌর যুবলীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালিত হয় সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। উক্ত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর যুবলীগের সভাপতি ডালিম কুমার বড়ুয়া, সঞ্চালনায় ছিলেন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এহেছানুল হক, সভায় বক্তব্য রাখেন সভাপতি ডালিম কুমার বড়ুয়া, সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবাইছুর রহমান, পৌর যুবলীগ নেতা মোস্তাক আহমদ, আবুল কাশেম, ছানাউল্লাহ, রিগ্যান আরাফাত, নজরুল ইসলাম, আব্দু ছালাম ভেট্টু।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ডালিম কুমার বড়ুয়া বলেন, শেখ ফজলুল হক মনি অন্যন্য গুনে গুনান্নিত ছিলেন। তিনি একাধারে মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, সাংবাদিক, লেখক, গবেষক ছিলেন। তার জীবনী বলতে গেলে অনেক দীর্ঘ। তিনি ১৯৩৯ সালের ৪ঠা ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শেখ পরিবারে জন্ম গ্রহন করেন। তার শিক্ষা জীবনে বাংলা ভাষার জন্য প্রথম সারিতে থেকে আন্দোলন করার কারণে অসংখ্যবার কারা বরণ করেন। ১৯৬০-১৯৬৩ সালে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৬ সালে ৬দফা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের দায়ে তিনি কারারূদ্ধ হন। ১৯৬৯ সালের গনআন্দোলনের সময় তাকে মুক্তি দেয়া হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহীনি গঠন করেন এবং এ বাহিনীর প্রধান হিসেবে মুক্তিযুদ্ধে অগ্রনী ভূমিকা পালন করেন। ১৯৭২ সালের ১১ই নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন এবং যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বিপদগামী কিছু সেনা সদস্যদের নির্মম বুলেটের আঘাতে স্ব-পরিবারে শহীদ বরণ করেন।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-মান্না পাল টিংকু, মোঃ এরশাদ, নজরুল ইসলাম নজু, আব্দু রহিম বদু, আব্দুল কাদের, ফজলুল কাদের ফয়েজ, মোঃ আরমান, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম, মোঃ সাদেক, মোঃ সাজিন, আলাউদ্দিন, মোঃ সায়েম, মোঃ কালাম, মোঃ আব্দুল জব্বার, মোঃ তারেক, মোঃ কাউসার, মোঃ রাসেল, জাকের, সোহেল রানা, মারুফ সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *