সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ৫ দিন ব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী,কক্সবাজার জেলা সংসদের আয়োজনে পাঁচ দিন ব্যাপী নৃত্য কর্মশালা আজ ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে (ডরমেটরি ভবন) শুরু হয়েছে।
গতকাল বিকাল ৪টায় নৃত্য কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, বিশিষ্ট নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য্য, প্রবীন নৃত্য শিল্পী দিলীপ চৌধুরী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি মানিক বৈরাগি।
এই উচ্চতর নৃত্য কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রভাষক শেখ ওবায়দুর রহমান কচি, নৃত্যরঙ,পাবনার সিনিয়র নৃত্য পরিচালক ও প্রশিক্ষক হারুনুর রশিদ লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজারের সভাপতি মো: খোরশেদ আলম, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনির মোবারক। সঞ্চালনায় ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক বাঁধন সরকার।
কর্মশালায় প্রশিক্ষণ সহযোগী হিসেবে ছিলেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর নৃত্য বিভাগের প্রশিক্ষক মহিমা শবনম।
এসময় আরো উপস্থিত ছিলেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সাধারণ সম্পাদক কাজী তামজিদ পাশা, সায়ন্তন ভট্টাচার্য্য, সঙ্গীত বিভাগের প্রশিক্ষক মায়িশা মালিহা তালুকদার, কোষাধ্যক্ষ স্বরূপ চক্রবর্তী, সদস্য জয়নাব রহমান, অর্পিতা ধর, মানস দাশ, জয় পাল পবন, ইষ্টি দে প্রমুখ। উল্লেখ্য ৫ দিন ব্যাপী নৃত্য কর্মশালা ১১ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।