সদর-রামু-ঈদগাও এবং উখিয়া-টেকনাফ আসনে বৈধ মনোনয়নপত্র ১০, বাতিল ৫ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল ৪ ডিসেম্বর কক্সবাজার -৩ (কক্সবাজার সদর- রামু-ঈদগাও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। গতকাল বাছাইয়ে উক্ত ২ আসন থেকে ১৫ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল এবং ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহীন ইমরান। বাতিলের মধ্যে কক্সবাজার-৪ আসনের জেলা যুবলীগের আহবায়ক সোহেল আহমেদ বাহাদুরও রয়েছেন। একই আসন থেকে আরো ২ জন প্রার্থীকে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অনিয়মের দায়ে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কক্সবাজার সদর, রামু, ঈদগাও আসন থেকে আয়করের সনদ জমা না দেয়ায় শামিম আহসান নামের প্রার্থীর মনোনয়ন পত্রও বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহীন ইমরান জানান- কক্সবাজারের ৪ আসনের মধ্যে ৪ টি আসনেরই মনোনয়ন পত্র বাছাই শেষ হয়েছে। গতকাল শেষ দিনে ২ আসন থেকে ১৫ জন মনোনয়ন পত্র জমা দেন। গতকাল বাছাইকালে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে (কক্সবাজার-৩) আসন থেকে ৬ জনের মধ্যে ২ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। ৪ জন বৈধতা পেয়েছেন । কক্সবাজার ৪, উখিয়া টেকনাফ আসনের ৯ জনের মধ্যে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল এবং ৬ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার-৩ (কক্সবাজার সদর- রামু- ঈদগাও) আসনের বাতিল হওয়া প্রার্থী ২জন হলেন আয়কর সনদ জমা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী শামীম আহসান এবং ১শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় মোঃ আব্দুল মজিদ।
এ আসনে বৈধ হওয়া ৪ প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সারোয়ার কমল, কল্যাণ পার্টির আব্দুল আউয়াল মামুন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এর মোহাম্মদ ইদ্রিস এবং জাতীয় পার্টির মোহাম্মদ তারেক।
এদিকে কক্সবাজার ৪ (উখিয়া টেকনাফ) আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৩ জনের মনোনয়ন পত্র। বাতিল হওয়া প্রার্থীরা হলেন জেলা যুবলীগের আহবায়ক সোহেল আহমেদ বাহাদুর, সাবেক সাংসদ আব্দুর রহমান বদির পুত্র দাবীকারী মোহাম্মদ ইসহাক এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল বশার।
এই আসন থেকে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহীন আক্তার, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ফরিদ আলম, জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন ভুট্টো, তৃণমূল বিএনপি’র প্রার্থী মুজিবুল হক চৌধুরী, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ওসমান গনি চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী মোঃ ইসমাইল।
কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপিল করতে পারবেন প্রার্থীগণ।
উল্লেখ্য ২ টি আসনের ভোটারের পরিসংখ্যান হলো কক্সবাজার ৩ কক্সবাজার সদর, রামু ও ঈদগাও উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯১ হাজার ১৩৬ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৬ টি। এরমধ্যে কক্সবাজার সদরে ভোটার সংখ্যা ২ লক্ষ ১৭ হাজার ১২০ জন। রামু উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ২৭৯ জন। নবগঠিত ঈদগাও উপজেলায় ভোটার সংখ্যা ৮৭ হাজার ৭৩৭ জন।
(কক্সবাজার ৪) উখিয়া ও টেকনাফ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৬ হাজার ৯৭২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৪ টি। এর মধ্যে উখিয়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ৩১২ জন এবং টেকনাফ উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ৬৬০ জন।