সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব ১৬-১৮ ডিসেম্বর
প্রতিবছরের ন্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয়ের সাংস্কৃতিক উৎসব আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে। শনিবার ২ ডিসেম্বর বিকাল ৪টায় পাবলিক লাইব্রেরীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য্য, সুশান্ত পাল বাচ্চু, শ্রæতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের সভাপতি মোঃ খোরশেদ আলম, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক এম. জসীম উদ্দিন, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রাজীব দেবদাশ, বিজয়মুখ গানের দলের সভাপতি অজয় মজুমদার, খেলাঘর সংগঠক মোসাদ্দিক হোসেন আবু, সৃজন সঙ্গীত ভূবনের প্রতিনিধি আবীর চৌধুরী কিশোর, খেলাঘর কর্মী মিশু দাশগুপ্ত, রেজাউল করিম। তিন দিনব্যাপী বিজয়ের সাংস্কৃতিক উৎসব সফল করার লক্ষ্যে এম, জসীম উদ্দিনকে আহবায়ক, রাজীব দেবদাশ, মনির মোবারক, অজয় মজুমদার, আবীর চৌধুরী কিশোরকে সদস্য করে সাংস্কৃতিক অনুষ্ঠান সমন্বয় পরিষদ ও মোঃ খোরশেদ আলমকে আহবায়ক, সুবিমল পাল পান্না, ওয়াহিদ মুরাদ সুমনকে সদস্য করে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বিজয়ের সাংস্কৃতিক উৎসবে সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে।