স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না মুজিব
অবশেষে জাতীয় সংসদ নির্বাচন করবেন না বলে নিজের সিদ্ধান্ত জানালেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে সাংবাদিক সম্মেলন ডাকেন মুজিব।
এসময় তিনি সাংবাদিকদের লিখিত বক্তব্য পড়েই জানান নিজের এই সিদ্ধান্তের কথা।
লিখিত বক্তব্যে মুজিবুর রহমান বলেন, আমি কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাও) আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়া হয়নি।
তিনি বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকে কখনো দল এবং নৌকার বিরুদ্ধে নির্বাচন করিনি। নেত্রীর সিদ্ধান্ত সবসময়ই আমার মাথার মুকুট এবং রাজনৈতিক জীবনে শিরোধার্য।
মুজিবুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন করার জন্য আমার পক্ষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিজ উদ্যোগে মনোনয়নপত্র নিয়েছেন। আমি তাদের আবেগকে সম্মান করি। কারণ জনগণ ও দলের নেতাকর্মীদের নিয়েই আমার রাজনীতি। কিন্তু নৌকার বিরুদ্ধে অন্য কোন মার্কা নিয়ে নির্বাচন করতে আমি রাজি না।
নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করেই মুজিব ঘরে ফিরবেন বলে ওয়াদা করেন সংবাদ সম্মেলনে।
এর আগে সোমবার রাতে তার কিছু সমর্থক ‘কিং ইজ ব্যাক’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকে। এরপরই মূলত আলোচনায় আসে মুজিবের স্বতন্ত্র প্রার্থী হবার কথা। তার পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয় মঙ্গলবার।