কক্সবাজারধর্ম

২১ ডিসেম্বর তিন দিনের জেলা ইজতেমা শুরু

আগামী ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। সদর উপজেলার ঝিলংজার রাবাব ড্যাম সংলগ্ন, বাঁকখালী নদীর পাশে মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা জানিয়েছেন, ইজতেমা সফল করতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। নির্মিত হচ্ছে বিশাল সামিয়ানা। অজু, রান্না ও গোসলের জন্য করা হচ্ছে আলাদা ব্যবস্থা। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ইজতেমা প্রাঙ্গণ। কক্সবাজারে রেল চালু হওয়ায় এবার ইজতেমায় বিপুল ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

এদিকে শুক্রবার (০৮ ডিসেম্বর) ইজতেমার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন কক্সবাজার—৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি পুরো মাঠ ঘুরে দেখেন। এবং ইজতেমা সফল করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

পরে তিনি মোনাজাতে অংশ নেন। এসময় ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *